১০ ফেব্রুয়ারী ২০২১ - ০৪:০৪
ঢাকায় ড. মাজলুমির ইসালে সওয়াবের মজলিশ অনুষ্ঠিত

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ড. মাজলুমি’র ইসালে সওয়াবের মজলিশ গতকাল ঢাকাস্থ ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র (হাফে.) কার্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. মাজলুমি’র ইসালে সওয়াবের মজলিশ গতকাল (মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি) আঞ্জুমান-এ রুহানিয়্যাতে জাফারি’র উদ্যোগে আলেম-ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর ড. সৈয়দ হাসান সেহহাত এবং আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম আলহাজ্ব সৈয়দ জায়নুল আবেদীন মীর ফাতেমিও উপস্থিত ছিলেন।

ক্বারী আবু রাইহানের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর আগত অতিথিবৃন্দ এবং উপস্থিতিকে স্বাগত জানান আঞ্জুমান-এ জাফারি’র সভাপতি এবং হোসাইনি দালান ইমামবাড়ীর জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা হুসাইন হুসাইনি। এ সময় তিনি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. মাজলুমির অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

ইসলামি ইরানের কালচারাল কাউন্সেলর ড. হাসান সেহহাত পবিত্র কুরআনের ((إنا لله و إنا إلیه راجعون)) [নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী] –এ আয়াতের ব্যাখ্যা মাওলানা রুমির দৃষ্টিকোণ থেকে তুলে ধরেন।

হুজ্জাতুল ইসলাম মীর ফাতেমি তার সংক্ষিপ্ত বক্তব্যে মহানবি (স.) এর দু’টি হাদিস উল্লেখ করে পার্থিব জীবনের মূল্য অনুধাবন এবং ঐ দু’টি হাদিসকে পরকালীন জীবনে পরিত্রাণের উপায় হিসেবে গ্রহণের জন্য উপস্থিত মু’মিনদের প্রতি আহবান জানান। তিনি বলেন, হুজ্জাতুল ইসলাম ড. মাজলুমি’র প্রাণবন্ত ও কর্মঠ জীবন আমাদের জন্য আদর্শ হতে পারে।

এছাড়া, বাংলাদেশের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম জনাব সৈয়দ আফতাব হুসাইন নাকাভি এবং হুসাইনি দালান কমিটির চেয়ারম্যান জনাব মির্জা ফিরোজ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান আহলে বাইত (আ.) এর উপর বয়ে যাওয়া মুসিবত বর্ণনা এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাসায়েব ও দোয়া পাঠ করেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ নাকি ইমাম রিজভী

প্রসঙ্গত, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন হুজ্জাতুল ইসলাম ড. মুহাম্মদ আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান শেষে উপস্থিতদের জন্য বিশেষ তাবারকের ব্যবস্থাও ছিল।176